প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৭:১৫ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২২:২৩ পিএম
তাসকিনের উইকেট উদযাপন
অ্যান্টিগায় শুরুতে বল হাতে ঝলক দেখান তাসকিন আহমেদ। পেস ঝড়ে তুলে নেন দুই উইকেট। দলীয় ২৫ রানে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন ক্রেইগ ব্রাফেট (৪) ও কেসি কার্টি (০)। স্কোরে ৮৪ রান জমতেই রানআউটের শিকার হন কাভেম হজ।
বাংলাদেশের দাপুটে বোলিংয়ে বেশ খানিকটা চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মিকাইল লুইস ও অ্যালিক অ্যাথানেজের ব্যাটিংয়ে সে চাপ সামলে ৫ উইকেট হারিয়ে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ২৫০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুদলের কেউ কারোর চেয়ে এগিয়ে নেই এখন। প্রথম দিন লড়াইটা হয়েছে সমানে সমান - একথা বলাই যায়।
ওপেনার ব্রাফেট ও ওয়ানডাউনে নামা কার্টি ফিরলেও হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি ক্যারিবীয়রা। ব্যাটিং লাইন আপের হাল ধরেন মিকাইল লুইস ও অ্যালিক অ্যাথানেজ। দুরন্ত ব্যাটিং করলেও জাদুকরী তিন অঙ্কের দেখা পাননি দুজনের কেউ। নার্ভাস লাইনটিতে ফেরেন দুজনে। চতুর্থ উইকেটে ২২১ বলে ১৪০ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশের বোলারদের ওপর শাসন চালান দুজনে।
৯৭ রানের দারুণ এক ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের বলে শাহাদাত হোসেন দিপুর তালুবন্দি হন লুইস। ২১৮ বলের ইনিংস সাজান ৯ বাউন্ডারি ও এক ছক্কায়। আর অ্যাথানেজকে সেঞ্চুরি বঞ্চিত করেন তাইজুল ইসলাম। স্নায়ুচাপের কাছে হার মেনে অ্যাথানেজ ক্যাচ তুলে দেন লিটন দাসের কাছে। ১৩০ বলে ৯০ রানের ইনিংসটি সাজান ১০ চার ও ১ ছক্কায়। এই দুই ব্যাটারের উইকেট নিয়ে লড়াইয়ে ফিরেছে টাইগাররা।
জশুয়া দা সিলভা ১৪ ও গ্রিভস ১১ রান নিয়ে ক্রিজে টিকে আছেন। শনিবার রাতে দুজনেই দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
শেষ দিকে হানা দেয় বৃষ্টি। আলোর স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়ে যায় একটু আগেই।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫০/৫, ৮৪ ওভার (লুইস ৯৭, অ্যাথানেজ ৯০, হজ ২৫, সিলভা ১৪*, গ্রিভস ১১, ব্রাফেট ৪, কার্টি ০; তাসকিন ২/৪৬, মিরাজ ১/৪৭, তাইজুল ১/৬৭, শরিফুল ০/২৭ ও হাসান ০/৫৪)।
* প্রথম দিন শেষে