প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২২:০৬ পিএম
২৭ বলে ৬১ রানে অপরাজিত থেকে যান মার্কাস স্টয়নিস
খুব একটা বড় ছিল না লক্ষ্য। কিন্তু মার্কাস স্টয়নিস যখন ক্রিজে এসেছিলেন তখন ধীরস্থির হয়ে এসেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে দুটি উইকেট হারিয়ে বসা অজিদের অবশ্য বেশি সময় আটকে রাখতে পারেনি পাকিস্তান। মূলত স্টয়নিসের ঝড়ের কাছেই পরাস্ত হয়েছে পাকিস্তানের বোলাররা। তাতে সিরিজও হেরেছে, ওয়ানডে সিরিজ জিতে শুরু করা পাকিস্তান ছোট ফরম্যাটে হয়েছে হোয়াইটওয়াশ।
ধবলধোলাইয়ের ম্যাচে মারকুটে ছিলেন স্টয়নিস। ২৭ বলে ৬১ রান করে মাঠ ছাড়ার আগে স্টয়নিস হাঁকিয়েছেন পাঁচটি করে চার-ছক্কা। শেষদিকে বেশিই দাপট চালিয়েছেন ম্যাচের সেরা স্টয়নিস। অ্যারন হার্ডিদের বোলিংয়ে দারুণ করা দিনটাও কেড়ে নিয়েছেন তাতেই।
পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। ম্যাচ হারের পর অবশ্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন স্টয়নিস, ‘দারুণ একটি উইকেটে কিছু রান করতে পেরেছি বলে ভালো লাগছে। তবে ক্রেডিটটা বোলারদের, তারা পাকিস্তানকে অল্পতে আটকে রেখেছে। এই ম্যাচেই প্রথমবার আমাদের কেউ হারিস রউফের বিপক্ষে দারুণ করেছে (হাসি)। তবে সে দুর্দান্ত বোলার।’