প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২১:১৫ পিএম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শাস্তিপ্রাপ্ত ক্রিকেটাররা হলেন— দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজে, নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মেহমুদ।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একটি বল ওয়াইড দেওয়াকে কেন্দ্র করে আম্পায়ারের উদ্দেশ্যে কটু কথা বলেন কোয়েটজে। আইসিসির লেভেল-১ অপরাধ উল্লেখ করে তাকে শাস্তি দেয়া হয়। অপরাধ স্বীকার করায় শুধুমাত্র ম্যাচ ফির ৫০ শতাংশ ফি জরিমানা গুণতে হবে কোয়েটজেকে।
গত সপ্তাহে ওমানের বিপক্ষ ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্যে ব্যাট দেখান নেদারল্যান্ড অধিনায়ক এডওয়ার্ড। আসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ এবং ২.২ অনুচ্ছেদ লঙ্ঘনের শাস্তি হিসেবে দুটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় এডওয়ার্ডকে।
ওমানের সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নেদারল্যান্ডস ব্যাটার তেজা নিদামানুরুকে আউটের পর বুনো উল্লাসে মাতেন। কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি। সুফিয়ানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।