প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২০:০৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ২০:০৯ পিএম
অনেক সময় জয়-পরাজয় আড়ালে পড়ে ছোট্ট কোনো ঘটনায়। সোমবার কনকাকাফ কাপে জ্যামাইকাকে ৪-২ ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। মজার ব্যাপার হলো, মার্কিনিদের জয়ের এই খবরটি ঢাকা পড়েছে অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচের এক কাণ্ডে । জ্যামাইকার বিপক্ষে জোড়া গোল করেছেন তারকা ফরোয়ার্ড। মরিসিও পচেত্তিনো কোচ হওয়ার পর থেকে তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন পুলিসিচ। এদিন নিজেদের প্রথম গোলের পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেচেছে যুক্তরাষ্ট্রের অধিনায়ক। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এই নাচের নাম তিনি দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’।
ডোনাল্ড ট্রাম্প ডান্স নিয়ে
পুলিসিচ অবশ্য বলেছেন, ‘এনএফএলের ম্যাচে সবাইকে এই উদযাপন করতে দেখেছি। জন জোন্স (এনএফএল
তারকা) এভাবে নেচেছেন এবং আমরাও গোলের পর মজাচ্ছলে এটা করেছি।’ পুলিসিচ জানিয়েছেন এই
নাচের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি বলেছেন, ‘এটি মজার এক নাচ। তবে এটি ‘ট্রাম্প
ডান্স’ উপাধি না পেলেও, সবাই এটিকে কেবল একটি নাচ হিসেবেই দেখছে। তিনি (ট্রাম্প) এমন
একজন, যিনি মজার এই নাচের উদ্ভাবক। এটি কোনো রাজনৈতিক নাচ নয়।’