× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

ইফতির পর সালমানের জোড়া ফিফটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৫৯ পিএম

রংপুরের বিপক্ষে ম্যাচে ৭০ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে হন ম্যাচসেরা নির্বাচিত হন বরিশালের ওপেনার ইফতেখার হোসেন ইফতি; ছবি: বিসিবি

রংপুরের বিপক্ষে ম্যাচে ৭০ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে হন ম্যাচসেরা নির্বাচিত হন বরিশালের ওপেনার ইফতেখার হোসেন ইফতি; ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই ফিফটি করেছেন ইফতেখার হোসেন ইফতি ও সালমান হোসেন ইমন। তাদের দুজনের জোড়া ফিফটির পরেও রংপুর বিভাগের বিপক্ষে জিততে পারেনি দক্ষিণবঙ্গের দলটি। লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইফতি ৭০ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে হন ম্যাচসেরা। সালমানের ব্যাট থেকে দুই ইনিংসে এসেছে ৬৭ ও ৬৯ রান।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বরিশালের ৩৩৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৩২২ রানে গুটিয়ে যায় রংপুর বিভাগ। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বরিশাল অলআউট হয় ৩৫৮ রানে। রংপুর ৩৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারে বিনা উইকেটে ২৪ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। 

এনসিএলে পঞ্চম রাউন্ড শেষে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট। দুইয়ে থাকা রংপুরের ২১ পয়েন্ট। ১৯ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা মেট্রো, চারে থাকা চট্টগ্রামের পয়েন্ট ১৮। পাঁচ থেকে সাতে থাকা ঢাকা, খুলনা, রাজশাহীর পয়েন্ট যথাক্রমে ১৬, ১৪ ও ১০। আর ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সবার নিচে অবস্থান বরিশালের। 

মঙ্গলবার ১ উইকেটে ১১৯ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বরিশাল। ৬২.৩ ওভার খেলে বাকি ৯ উইকেটে আরও ২৩৯ রান যোগ করে তারা। ৬০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ইফতি আর ৩৭ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান। সব মিলিয়ে এবারের লিগে ৯ ইনিংসে ৫৪.৭৭ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছেন ৪৯৩ রান।

আদিল বিন সিদ্দিক ২৪, ফজলে মাহমুদ ০ ফেরার পর পঞ্চম উইকেটে সালমান ও তাসামুল হক মিলে যোগ করেন ৮৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম ফিফটি ছুঁতে ৭৩ বল খেলেন সালমান। ৪০ রান আসে তাসামুলের ব্যাট থেকে। শেষ দিকে মইন খান খেলেন ৩৫ রানের ইনিংস। বোলিংয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবার উইকেটের দেখা পান আকবর আলি। দুই উইকেট নেন রংপুরের অধিনায়ক। এরপর দিনের শেষ আলোয় ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট পড়তে দেননি রংপুরের দুই ওপেনার মিম মোসাদ্দেক ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তাতেই ম্যাচের ফল অমীমাংসিত হয়ে যায়। 

সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বিভাগ : ৩৩৬/১০ ও ৩৫৮/১০ (ইফতেখার ৮৭, সালমান ৬৯, তাসামুল ৪০; মুকিদুল ৩/৫৩, আকবর ২/২২)
রংপুর বিভাগ : ৩২২/১০ ও ২৪/০ (মিম ১০*, রিজওয়ান ১৪*; তানভির ০/৬, ফজলে মাহমুদ ০/৮, মইন ০/১০)। 
ফল : ম্যাচ ড্র।
ম্যান অব দা ম্যাচ : ইফতেখার হোসেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা