প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৫১ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৫২ পিএম
সাকিবের ফেরার পথে চোট আর বাধা হয়ে নেই— সংগৃহীত ছবি
অপেক্ষা বাড়েনি তানজিম হাসান সাকিবের। জাতীয় ক্রিকেট লিগে খেলার প্রস্তুতির সময় ঘাড়ে আঘাত পেয়েছিলেন। সেই ইনজুরি টাইগার তরুণ পেসারকে ছিটকে দিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে। খেলেননি এনসিএলের পঞ্চম রাউন্ডেও। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাধা নেই আর। সোমবার এক ফিটনেস টেস্টে পাস করে সুসংবাদ শুনিয়েছেন সাদা বলে নিয়মিত খেলা এই ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির একজন সদস্য জানিয়েছেন সাকিব দ্রুতই ফিরছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ওই নির্বাচক বলেন, ‘সে (সাকিব) ফিটনেস টেস্টে পাস করেছে। আমাদের জন্য এটা স্বস্তির খবর। সাকিব সাদা বলের দলে অপরিহার্য ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে মিস করেছি।’
যদিও তানজিমকে দলে জায়গা ফিরে পেতে লড়াইটা চালিয়ে যেতে হবে। তবে ওই নির্বাচকের মত খুব দ্রুতই স্বরূপে ফিরবেন তানজিম, ‘অন্য পেসাররাও ভালো করছে, তাই দলে এখন ভালো প্রতিযোগিতা আছে। আমি জানি সে একজন ফাইটার এবং দলে জায়গা ফিরে পেতে সেরাটা দিয়েই চেষ্টা করবে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে বাংলাদেশ টেস্ট দল। সেখানে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। বিসিবির মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ায় তানজিম সাকিব গায়ানায় গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। দল পাওয়া সাপেক্ষে ডিসেম্বরে ওয়ানডে সিরিজেও খেলতে পারেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের পঞ্চাশ ওভারের ক্রিকেটের ম্যাচটি বাদেও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।