× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ বাছাই

শেষ সুন্দরের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ২২:০১ পিএম

শেষ সুন্দরের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা

২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে আগামীকাল বুধবার ভোরে মাঠে নামছেন লিওনেল মেসিরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে ম্যাচটি। সকাল পৌনে সাতটায় সালভাদরের ফন্তে নোভায় আরেক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে লড়ছে ব্রাজিল। গত ম্যাচে ধাক্কা খাওয়া সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বছরের শেষটা রাঙানোর মিশন।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। বাছাইয়ের পরিসংখ্যান বলে দেয় শেষ হতে যাওয়া বছরটিতে আর্জেন্টিনার অম্লের চেয়ে মধুই ছিল বেশি। বছরজুড়ে প্রায় প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন আলবেসেলেস্তারা। লিওনেল স্কালোনির শিষ্য কোপা আমেরিকা জিতেছেন ভালো ফুটবল উপহার দিয়ে। 

বছরের শেষ সুন্দরের আশায় কঠোর অনুশীলন করেছেন স্কালোনির শিষ্যরা। প্যারাগুয়ের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন আনতে পারেন কোচ। জানা গেছে, নাহুয়াল মলিনার জায়গায় গনসালো মন্টিয়েল এবং ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় খেলতে পারেন লিওনার্দো বালেরদি। চোটের মধ্যেও সুখবর নিকোলাস তালিয়াফিকোর ফিট হওয়ার খবর।

মেসিদের বিপক্ষে ম্যাচটি একটু কঠিনই হতে পারে পেরুর! একে তো আর্জেন্টিনার মাঠে খেলা। পয়েন্ট টেবিলেও তলানিতে। ১১ ম্যাচে মাত্র সাত পয়েন্ট পেরুর। টেবিলে অবস্থান নবমে। নিজেদের সবশেষ দুই ম্যাচে হেরেছে দলটি। তার মধ্যে আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি ১৪ দেখায় একবারও জয় পায়নি পেরু। ১০ বার জিতেছে আর্জেন্টিনা। চারটি ম্যাচ হয়েছে ড্র। আর্জেন্টিনার সঙ্গে ১৪ দেখায় ২৭টি গোল হজম করেছে তারা। আলবেসেলেস্তাদের ঘরের মাঠে ন্যূনতম প্রতিরোধ করতে পারেনি কখনও। আট দেখায় সর্বোচ্চ অর্জন ড্র। বাকি সাতটিতে হেরেছে পেরু। 

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি তুলনামূলক সহজ হতে যাচ্ছে। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরার ম্যাচটির জন্য উন্মুখ মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনের একাধিক ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আরেকটি অবিস্মরণীয় বছরের শেষ ম্যাচে আগামীকাল সবার সঙ্গে একত্র হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

২০২৪ বছরটি আর্জেন্টিনার জন্য সহজ মনে হলেও বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। কোপা আমেরিকায় ধাক্কা ছাড়াও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ভালো খেলতে পারছে না। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থতে তারা। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে। ব্রাজিলের হাতে আরও সাত ম্যাচ অর্থাৎ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিয়ে এ মুহূর্তে ব্রাজিলের দুশ্চিন্তা নেই, কিন্তু আরও দু-একটি হারে বিপদ ঘনিয়ে আসতে পারে। সেই ঝুঁকি এড়াতে বছরের শেষ ম্যাচে উরুগুয়েকে হারাতে হবে তাদের।

দরিভাল জুনিয়রের শিষ্যদের অবশ্য ছেড়ে কথা বলবেন না ডারউন নুনেজরা। বিশ্বকাপ বাছাইয়ে বেশ দাপটের সঙ্গেই পথ পাড়ি দিচ্ছে উরুগুয়ে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে তারা। রাফিনহাদের চেয়ে দুই ধাপ এগিয়ে। ব্রাজিল সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে মাঠ ছাড়লেও কলিম্বিয়াকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে মার্সেলো বিয়েলসার দল। অবশ্য ২০০৩ সালের পর থেকে দুদলের ১৩ দেখায় ফল ব্রাজিলের হয়েই কথা বলছে। সাতবার জয় পেয়েছে সেলসাওরা। মাত্র একবার জয় পেয়েছে উরুগুয়ে। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। 

ব্রাজিলের এই করুণ মুহূর্তে একটা কথাই ভেসে বেড়াচ্ছে, ব্রাজিল ব্রাজিলের মতো খেলতে পারছে না! দু-এক ম্যাচ পরপরই পা হড়কাচ্ছে তারা। এ নিয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল ডিফেন্ডার মার্কিনিওস বিশেষ অনুরোধ করেছে সমর্থকদের প্রতি। তিনি বলেছেন, ‘শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি সবাই এখানে (জাতীয় দল) গর্ব, বিশ্বাস ও মর্যাদা নিয়েই আসে। (জাতীয় দলে) আমরা এমনভাবে সময়গুলো কাটাচ্ছি, যেন এটা আমাদের জীবনের শেষ ভাগ।’ মার্কিনিওস এরপর বলেছেন, ‘অনেক সময় প্রত্যাশিত ফল আসে না। এটা কঠিন। ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়। তবে অনেক কারণেই লোকে জাতীয় দলের ওপর থেকে আস্থা হারায়। আমার অনুরোধ হলো, জাতীয় দলের প্রতি প্যাশন হারাবেন না।’

বাছাইয়ের যুদ্ধে ১১ ম্যাচের মধ্যে ৫ জয়ের পাশাপাশি ২টি ম্যাচ ড্র করেছে ব্রাজিল। দুশ্চিন্তার জায়গাটা হারের সংখ্যায়Ñ হেরেছে এ পর্যন্ত চার ম্যাচ। পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দলের মধ্যে কেউ এত ম্যাচ হারেনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিও তাদের জন্য একটু কঠিন হতে যাচ্ছে। দলকে উদ্ধারে ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনহাদের দায়িত্বভারটা একটু বেশিই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা