প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:১৩ পিএম
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বাহরাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের ডেভিস কাপ। প্রতিযোগিতায় অংশ নিতে কদিন আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বাহরাইনে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ আছে বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন।
ডেভিস কাপে অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশ দল পড়েছে গ্রুপ ‘ডি’-তে। এছাড়া এই গ্রুপে আছে স্বাগতিক বাহরাইন, ইয়েমেন ও তাজিকিস্তান। আগামীকাল বাংলাদেশ দল বাহরাইনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আরও আছেন- সেনানিবাস অফিসার্স ক্লাবের জারিফ আবরার, জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. হানিফ মুন্না, আমেরিকান ক্লাবের মোহাম্মদ রুস্তম আলী এবং ইন্টারন্যশনাল ক্লাব, ঢাকার মো. দ্বীন ইসলাম।