× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধা ও ভালোবাসায় বাফুফে ও মোহামেডানে জাকারিয়া পিন্টুর শেষ বিদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৮:০৩ পিএম

শ্রদ্ধা ও ভালোবাসায় বাফুফে ভবনের মাঠে আজ জাকারিয়া পিন্টুর শেষ বিদায় অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শ্রদ্ধা ও ভালোবাসায় বাফুফে ভবনের মাঠে আজ জাকারিয়া পিন্টুর শেষ বিদায় অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কিংবদন্তি জাকারিয়া পিন্টুর প্রয়ানে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। গতকাল সোমবার দুপুরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই অধিনায়ক। আজ (মঙ্গলবার) কিংবদন্তি এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন ক্রীড়া জগতের মানুষরা।

ক্রীড়াঙ্গনে এদিন জাকারিয়া পিন্টুর দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি তারই প্রিয় ক্লাব মোহামেডানে। জাকারিয়া পিন্টুকে মোহামেডান ক্লাবে শেষ নজর দেখতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গ। ঢাকা জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছে রাষ্ট্রীয় গার্ড অফ অনার। আর দ্বিতীয়টি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের মাঠে।

বাফুফে অনুষ্ঠিত জানাযায় যোগ দিয়েছিলেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালসহ কর্মকর্তারা। যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত না থাকতে পারলেও ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত এই ফুটবলারকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা