× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত রুট-স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম

আট জাতীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন রুট ও স্টোকস। তবে এখনও তাদের খেলা না খেলার ব্যাপারটি ঝুলে আছে— সংগৃহীত ছবি

আট জাতীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন রুট ও স্টোকস। তবে এখনও তাদের খেলা না খেলার ব্যাপারটি ঝুলে আছে— সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফেরার মঞ্চ হিসেবে দেখেছিলেন বেন স্টোকস। কোচ ব্রেন্ডন ম্যাককালামের কোর্টেই বল ঢেলে দিয়েছিলেন। তবে পুরো ব্যাপারটি কেবলই ধোঁয়াশা। একই অবস্থা জো রুটের বেলায়ও। দুই ইংলিশ ব্যাটারই অনেক দিন ধরে সাদা বলের ক্রিকেটে মাঠের বাইরে আছেন। 

গত সেপ্টেম্বরে স্টোকস বলেছিলেন, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কোচের দায়িত্ব নিতে যাওয়া ম্যাককালাম যদি প্রয়োজন মনে করেন, তবে এই ফরম্যাটে জাতীয় দলে ফিরতে আপত্তি নেই তার। রুট অবশ্য ফেরার ব্যাপারে কিছুই জানাননি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টটিতে খেলা নিয়েই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার রুট এবং স্টোকস। চলতি বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি রুট এবং স্টোকস। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটের বাইরে তারা।

গত আগস্টে ইংল্যান্ডের নির্বাচক ও সাবেক অলরাউন্ডার লুক রাইট বলেছিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সবচেয়ে শক্তিশালী দলটিকেই পেতে চান এবং সীমিত ওভারের দলের বাইরে থাকা স্টোকস ও রুটকে তারা তখন জোর দিয়েই বিবেচনা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা