প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৭:১৬ পিএম
দুই দশকের ফুটবল ক্যারিয়ার শেষের দিকে অ্যাঞ্জেল ডি মারিয়ার। আর্জেন্টিনাকে বিদায় বলে দেওয়া ৩৬ বছর বয়সি এই ফরোয়ার্ড এখন খেলছেন শুধু ক্লাব ফুটবলে। বুট জোড়া তুলে রাখার পর কী করবেন ডি মারিয়া, এমনটা জানতে চান তার অনেক ভক্ত-সমর্থক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যত নিয়ে নিজেই আভাস দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বলেছেন, যুক্ত হতে পারেন কোচিংয়ে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় অবদান রাখেন ডি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে গত জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। তবে বেনফিকার হয়ে নিজের ছন্দ ঠিকই ধরে রেখেছেন। পর্তুগিজ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ১৪ ম্যাচে পাঁচ গোল করেছেন, অবদান রেখেছেন দুটিতে। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের জয়েও তিনি পান জালের দেখা।
তবে গত কিছু দিন ধরেই শেষের ধ্বনি শোনা যাচ্ছে ডি মারিয়ার কণ্ঠে। গতকাল সোমবার ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাসের সাবেক এই তারকা। ডি মারিয়া বলেন, ‘কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি।’
তিনি আরও যোগ করেন, ‘কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি (সময় ও শ্রম) নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন।’
ইতালির দল জুভেন্টাস থেকে গত বছর বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। আপাতত এই পর্যন্তই ভাবছেন তিনি, ‘যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে চোখ দেওয়া) সম্ভব হতে পারে।’