প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের লক্ষ্যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার প্রোটিয়া ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৪ সদস্যের দলে দেখা মিলেছে টেম্বা বাভুমা, মার্কো জানসেন ও জেরার্ল্ড কোয়েটজির।
বাংলাদেশ সিরিজে বাভুমা ছিলেন না কনুইয়ের ইনজুরির কারণে। জানসেন ও কোয়েটজি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন। তবে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্টের আগে ফেরানো হয়েছে দুজনকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের এগিয়ে নেয়ার এই মিশনে দলকে নেতৃত্ব দিবেন বাভুমা। সামনে কঠিন পথ দিতে হবে বাভুমাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে সামনের চারটি টেস্টেই জিততে হবে প্রোটিয়াদের। শ্রীলঙ্কা ছাড়াও পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম, কাইল ভেরেইন, জেরার্ল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, রায়ান রিকল্টন, ড্যান পিটারসন, ত্রিস্তান স্টাবস, উইয়ান মুলডার, কেশব মহারাজ, টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো জানসেন, সেনুরান, মুথুসামি, ডেভিড বেডিংহাম ও কাগিসো রাবাদা।