প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৮ পিএম
দুই বছরের বেশি সময় পর দলে ফিরেছেন এম্বুলডিনিয়া— সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দুই বছরের বেশি সময় পর লেগ স্পিনার লাসিথ এম্বুলডিনিয়া ফিরেছেন দলে। সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া অফস্পিনার নিশান পেইরিসও আছেন এই সিরিজের দলে।
ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন রমেশ মেন্ডিস। চলতি বছরে খেলা একমাত্র টেস্টে ৬ উইকেট শিকার করেছিলেন এই অফস্পিন অলরাউন্ডার। টপ অর্ডার ব্যাটার ওশাডা ফার্নান্ডো দলে ফিরেছেন। বর্তমানে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে। ফাইনালে পা রাখতে সিরিজটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।
দুই ম্যাচের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর, ডারবানের কিংসমেডে। ৫ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই ভেন্যুতেই উইকেটে টার্ন থাকায় লঙ্কানদের স্কোয়াডে স্পিনার বেশি। পেস বিভাগেও দলের সেরা পারফর্মারদেরই রাখা হয়েছে। ব্যাটিং ইউনিটে আছে আস্থার কয়েকটি নাম।
শ্রীলংকার টেস্ট দল
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাডা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলডিনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।