× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ বাছাই

একদিন আগেই একাদশ জানিয়ে দিল ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৬:১০ পিএম

একদিন আগেই একাদশ জানিয়ে দিল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে এ বছরের যাত্রা শেষ করবে ব্রাজিল। আগামীকাল বুধবার ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় পৌনে ৭টায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। 

২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে সংকটের গল্প চলছে। যার জেরে ঘটনাবহুল এই বছরেই ব্রাজিলের স্থায়ী কোচ হয়ে এসেছেন দরিভাল জুনিয়র। কিন্তু দলকে খুব একটা সাফল্যও এনে দিতে পারছেন না তিনি। সবশেষ কোপা আমেরিকায় বাজে ফলাফল করে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তিনিও৷  

অবশ্য অক্টোবরের উইন্ডোতে টানা দুই জয় তুলে নিয়ে কিছুটা অন্তত ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু নভেম্বরের উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের ধারাবাহিকতা নষ্ট করেছে সেলেসাওরা। তবে উরুগুয়ের বিপক্ষে বছরের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ব্রাজিল কোচ দরিভাল। 

বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ। 

গত রবিবার নিজেদের শেষ অনুশীলনে এই ফর্মেশনেই অনুশীলন করেছিল ব্রাজিল। নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন দানিলো। সেইসঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনিই। আগের ম্যাচগুলোতে এই ডিফেন্ডার ছিলেন সাইডবেঞ্চে।

বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে। 

এদিকে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ ম্যাচের স্মৃতিও সুখকর না। শেষবার দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সেবারে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল ব্রাজিল। এবার সেই হারের বদলাও নিতে চাইবেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনহারা। 

উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ: এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা