× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে টিম হোটেলে আগুন, ম্যাচ বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৪:৫২ পিএম

পাকিস্তানে টিম হোটেলে আগুন, ম্যাচ বাতিল

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ডামাডোলের মধ্যেই পাকিস্তান ক্রিকেটে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতকাল সোমবার করাচিতে টিম হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন টিম হোটেলে থাকা পাঁচ নারী ক্রিকেটার। যার জেরে দেশটির জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ বাতিল করা হয়েছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাঁচজন প্লেয়ার টিম হোটেলে আটকে পড়েছিল। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। তাদের দ্রুত উদ্ধার করা গিয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে।’ 

দেশটির সংবাদমাধ্যমের খবর, পিসিবি দলগুলোর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেও, করাচিতে চলমান আইডিয়াস সামরিক প্রদর্শনী চলার কারণে কোনো হোটেল খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে পিসিবি আরও জানিয়েছে, ‘প্রয়োজনীয় মানের প্রায় ১০০ কক্ষের বিকল্প থাকার অভাব এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’ অবশ্য টুর্নামেন্ট শেষ করার কথাও জানিয়েছে তারা। টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণের জন্য পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, চার রাউন্ডের ম্যাচের পর শীর্ষে থাকা দুই দল - ইনভিন্সিবলস এবং স্টার্স - ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালের তারিখ এবং স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে।

এদিকে ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস ট্রফির। কিন্তু ভারত সেখানে গিয়ে খেলতে চায় না। তাই এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের এই সময় ক্রিকেটারদের টিম হোটেলে আগুনের ঘটনাকে বেশ বড় করেই দেখছে পাকিস্তানের নেটিজেনরা। বিষয়টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে বাঁধা বলেও বিবেচনা করছেন অনেকেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা