প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১১:৫৪ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১২:০৭ পিএম
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে ওয়ানডে স্কোয়াডে চমক হয়ে এসেছেন তিন নতুন মুখ। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরেননি দুই অভিজ্ঞ নাম শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।
২৪ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে যথাক্রমে ২৬ ও ২৮ নভেম্বর। এরপর ১, ৩ ও ৫ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। সব ম্যাচই হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তিন নতুন খেলোয়াড় ট্রেভর গোয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোটেন্ডা মাপোসাকে দলে নিয়েছে জিম্বাবুয়ে। অবশ্য গোয়ান্ডু ও মুসেকিওয়া দুজনই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন।
অন্যদিকে ২১ বছর বয়সি ফাস্ট বোলার মাপোসা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা রাখেননি। ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাপোসা। যেখানে ৬.২৯ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ে ওয়ানডে দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা।