প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৪৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম
অংশুল কমবোজ
রঞ্জি ট্রফি একের পর এক ঘটনা জন্ম দিচ্ছে। গোঁয়ার কাশ্যপ বাকলে ও স্নেহাল কৌতানকরের ৬০৬ রানের জুটির পর এবার আরেক নজির গড়লেন অংশুল কমবোজ। শুক্রবার হারিয়ানারা এই পেসার একাই তুলে নিলেন ইনিংসের ১০ উইকেট। রঞ্জিতে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
৩৮ বর্ষী অংশুল কেরালার বিপক্ষে ৩০.১ ওভারে ৯ মেডেনে খরচ করেন মাত্র ৪৯ রান। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনো বোলার ইনিংসে ১০ উইকেট নিলেন ৩৮ বছর পর।
হরিয়ানার চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষেই কামবোজের নামের সঙ্গে ছিল ৮ উইকেট। তৃতীয় দিনে বাসিল থাম্পিকে বোল্ড করার পর শৌন রজারকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ইনিংসে ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। কেরালা ২৯১ রান তুলতে ব্যাট করেছে মোট ১১৬.১ ওভার। এর মধ্যে সবচেয়ে বেশি ওভার বল করেছেন কামবোজই।
রঞ্জি ট্রফিতে এক ইনিংসে প্রথম বার ১০ উইকেট নেওয়ার রেকর্ডটি পেসার প্রেমাংশু চট্টোপাধ্যায়ের। ১৯৫৬-৫৭ মৌসুমে আসাম এক ইনিংসে ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৮৫-৮৬ মরসুমে রাজস্থানের প্রদীপ সুন্দরম বিদর্ভের বিপক্ষে এক ইনিংসে ৭৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর আবার সেই নজির গড়লেন হরিয়ানার অংশুল।