গ্লোবাল সুপার লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম
বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি ফরম্যাটের বৈশ্বিক এই টুর্নামেন্ট।
নতুন এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে বিপিলের দল রংপুর রাইডার্স। এছাড়াও ক্যারিবীয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল অংশ নেবে এই টুর্নামেন্টে।
গ্লোবাল সুপার লিগে অংশ নিতে আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে রংপুর রাইডার্স স্কোয়াড। সেই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রস্তুতি শুরু করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।
শুক্রবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনের অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুরের হয়ে সুপার লিগে খেলতে যাওয়া টাইগার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। সাংবাদিকদের ২৫ বছর বয়সি এই ব্যাটার জানান, তার লক্ষ্য সুপার লিগের ফাইনালে খেলা।
এই বছরে জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি আফিফ। তা নিয়ে কোনো আক্ষেপ আক্ষেপ আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে (গ্লোবাল সুপার লিগ) যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নেই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আফিফ। তার আগে রংপুরের হয়ে সুপার লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছসিত এই ব্যাটার। এজন্য ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনিম
আফিফ বলেন, ‘সেটা তো অবশ্যই থাকবে (নজর কাড়ার সুযোগ)। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’
এই টুর্নামেন্টে ভালো কিছু করলে আরও অন্য টুর্নামেন্টে সুযোগ থাকবে মনে করেন তিনি, ‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।