× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাটট্রিক জয়ে সিরিজ ইংল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ২০:২০ পিএম

ইংল্যান্ডের ক্রিকেটারদের উইকেট উদযাপন

ইংল্যান্ডের ক্রিকেটারদের উইকেট উদযাপন

লিয়াম লিভিংস্টোন জীবন পেলেন তিন তিন বার। ক্যাচ মিসের হ্যাটট্রিক করলে ম্যাচ জেতার আর সুযোগ থাকে কী করে! এমনিতেই সংগ্রহটা ছিল একেবারেই মামুলি। তার ওপর প্রতিপক্ষ ইংল্যান্ডের এক ব্যাটারকে আউট করতে গিয়েই সবকিছুই মিস হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা পেয়েছে ৩ উইকেটের দারুণ রোমাঞ্চকর এক জয়। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে পাওয়া হ্যাটট্রিক জয়ে পাঁচ ম্যাচের সিরিজও ইংল্যান্ড নিজেদের করে নিল দুই ম্যাচ হাতে রেখেই। সিরিজে ইংলিশরা এখন এগিয়ে ৩-০ ব্যবধানে। 

সেন্ট লুসিয়ায় শুরুতেই ব্যাটিং ধসের মুখে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে স্বাগতিকদের পুঁজি দাঁড়ায় ১৪৫ রান। পাওয়ার প্লেতে তিন উইকেট শিকার করেন সাকিব মাহমুদ। শেষের দিকে জেমি ওভারটনও পান তিন উইকেট। তাতেই সফরকারীরা পেয়ে যায় সহজ লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারায় ৩৭ রানে। তবে দলকে লজ্জার হাত থেকে বাঁচান রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। ষষ্ঠ উইকেটে দুজনে ৫৭ বলে গড়েন ৭৩ রানের পার্টনারশিপ। চার ছক্কায় ৪১ বলে ৫৪ রানের ইনিংস সাজান ক্যারিবিয়ান অধিনায়ক পাওয়েল। দলীয় স্কোরে ২৮ বলে ৩০ যোগ করেন শেফার্ড। নিষেধাজ্ঞা শেষে আলজারি জোসেফ ৯ নম্বরে নেমে অপরাজিত থাকেন ২১ রান নিয়ে। দল পায় ১৪৫ রানের লড়াকু সংগ্রহ।

লক্ষ্য ছুঁতে ব্যাট হাতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো করতে পারেনি। পাওয়ার প্লেতে নাই হয়ে যায় তিন উইকেট। ফিল সল্ট, জশ বাটলার ও জ্যাকব বেথেল কেউ চার রানের বেশি করতে পারেননি। ৩২ রান এনে দিয়ে শুরুর বিপর্যয়টা কিছুটা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন উইল জ্যাকস। তিনি বিদায় নিলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায়, ৪ উইকেটে ৭৫। খাদের কিনারা থেকে টেনে তোলেন কারান ও লিভিংস্টোন। ৬, ৮ ও ২১ রানে লিভিংস্টোন জীবন না পেলে ধসে পড়তে পারত ইংলিশরা। জীবন ফিরে পেয়ে ইংল্যান্ডকে পৌঁছে দেন জয়ের দুয়ারে। বিদায় নেন ২৮ বলে ৩৯ রান করে। কারান সাজঘরের পথ ধরেন ২৬ বলে ৪১ করে। শেষে ইংলিশদের জয়ের বন্দর পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিকতা সারেন ড্যান মুজলি ও রেহান আহমেদ। দুর্দান্ত বোলিংয়ে আকিল হোসেন চার উইকেট শিকার করলেও তা কাজে লাগেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা