প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৪:২৩ পিএম
মাঠেই রেফারির সঙ্গে তর্কে জড়ান মেসি— সংগৃহীত ছবি
ঘটনার রেশ গড়িয়েছে বহুদূর। কেউ বলছেন লিওনেল মেসি ভদ্র আচরণ করেননি, কেউ আবার সরাসরি দুষছেন রেফারিকে। কারও মত, রেফারি ভুল করলেও আঙুল তুলে গালাগালি করা ঠিক হয়নি মেসির। বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের মেসি-রেফারি বিতণ্ডা বিতর্কও ছড়াচ্ছে বেশ।
বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তার মতে, যা কিছু ঘটেছে তা আর্জেন্টিনার পক্ষে কিছু আসেনি। স্কালোনি তাই রেফারির পরোক্ষভাবে সমালোচনা করেছেন। একই সাথে এড়িয়ে গেছেন মেসির আঙুল তুলে শাসানোর বিষয়টি।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটির ৩৩ মিনিটে শুরু ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর মেসিকে ফাউল করে বসেন ওমর। তবে এবার আর হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। রেফারি তাকে কার্ড দেখালে দুটি হলুদ কার্ডে লাল কার্ড দেখে ছাড়তে হতো ওমরকে। ম্যাচের এক পর্যায়ে ব্রাজিলিয়ান রেফারিকে রীতিমত আঙুল তুলে শাসান মেসি। ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি, রেফারিকে মেসি গালাগালিও করেছেন।
তবে সংবাদ সম্মেলনে উল্টো রেফারিকে দুষেছেন আর্জেন্টিনার কোচ, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
স্কালোনির শিষ্যরা ম্যাচটি জিততে পারেননি। প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ এই হার এবং বাজে রেফারিং ভুলে যেতে চান দ্রুত, ‘এসব থেকে অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’