× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা নেশনস লিগ

বেলজিয়ামকে বিদায় করে শেষ ৮-এ ইতালি, গ্রিসকে হারিয়েছে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১১:০১ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১১:২৫ এএম

বেলজিয়ামকে বিদায় করে শেষ ৮-এ ইতালি, গ্রিসকে হারিয়েছে ইংল্যান্ড

বাঁচা-মরার লড়াইয়েও পারল না বেলজিয়াম। হতাশ করেছেন দলটির তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। চার ম্যাচ পর দলে ফিরেছিলেন তিনি। কিন্তু তার ফেরায় কোনো লাভ হয়নি ইউরোপের কালো ঘোড়াদের। ঘরের মাঠে হেরেই উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বেলজিয়াম। তাদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ইতালি।

ব্রাসেলসে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের খেলায় বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল। শুরুতে সান্দ্রো টোনালির করা গোল গড়ে দিয়েছে ব্যবধান। একই সময়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ইতালি-বেলজিয়াম ম্যাচের ফল পক্ষে আসায় শেষ ৮-এ উঠেছে ফরাসিরাও।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২-এ ফ্রান্স। জয়ে আসর শুরুর পর চার ম্যাচে আর সেই স্বাদ না পাওয়া বেলজিয়াম ৪ পয়েন্ট নিয়ে আছে ৩-এ। তাদের সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইসরায়েলের পয়েন্ট ১।

ঘরের মাঠে এদিন প্রথমার্ধে বিবর্ণ বেলজিয়াম দ্বিতীয়ার্ধে ভালো খেলে। প্রথমার্ধে গোলের জন্য তারা শট নিতে পারে মাত্র একটি, সেটিও হয় লক্ষ্যভ্রষ্ট। বিরতির পর ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। পুরো ম্যাচে ইতালির ১১ শটের ৪টি লক্ষ্যে ছিল।

একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় ইতালি। বক্সের বাইরে সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন জিওভান্নি ডি লরেন্সো। ফিরতি পাস পেয়ে বাঁ দিক থেকে কাটব্যাক করেন তিনি আর ফাঁকা জালে বল পাঠান টোনালি।

জাতীয় দলের জার্সিতে ২০ ম্যাচে ২৪ বছর বয়সি এ মিডফিল্ডারের প্রথম গোল এটি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি ভালো সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি ইতালি। এ অর্ধে তাদের ৫ শটের ২টি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে বেলজিয়াম। ৫০ মিনিটে জিনো দেবাস্তের শট ব্যর্থ করে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরের মিনিটে লেয়ান্দ্রো ত্রোসারের শট ওপর দিয়ে উড়ে যায়। ২ মিনিট পর সতীর্থের পাসে গোলরক্ষককে একা পেয়ে যান ইতালির মাতেও রেতেগি। এ ফরোয়ার্ডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোয়েন কাস্তেলস। ৬১ মিনিটে আরেকটি সুযোগ পায় বেলজিয়াম। এবার ওপেন্দার কোনাকুনি নিচু শট পা দিয়ে ঠেকান দোন্নারুম্মা। ৭৮ মিনিটে দারুণ সুযোগ হারান লুকাকু। সতীর্থের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি বেলজিয়ামের রেকর্ড স্কোরার। খানিক পর ডিফেন্ডার ভাউট ফাসের হেড পোস্টে লাগলে হতাশা বাড়ে বেলজিয়ামের। অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি তারা।

এদিকে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। গ্রিসকে তাদেরই মাঠে হারিয়েছে ৩-০ গোলে। ম্যাচ ঘড়ির সপ্তম মিনিটে ইংলিশদের এগিয়ে নেন ওলি ওয়াটকিনস। এরপর ৭৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন ওডেসিয়াস ভ্লাকোদিমোস। আর ৮৩ মিনিটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন কার্টিস জোনস। এ জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ৮ নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১২। সমান পযেন্ট পেলেও গোল গড়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে গ্রিস। এ গ্রুপ থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা