× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিনির পেনাল্টি মিসে ব্রাজিলের ড্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১০:৪৪ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১১:১৯ এএম

ভিনির পেনাল্টি মিসে ব্রাজিলের ড্র

ভিনিসিয়ুস জুনিয়র ফিরছেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে। ব্রাজিল ফরোয়ার্ডের দলে অন্তর্ভুক্তিতে আনন্দ দেখে কে সেলেসাওদের। অথচ সেই ভিনিই কি না হতাশার কারণ হয়ে দাঁড়ালেন। তার পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছে ব্রাজিলকে। বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠে এগিয়ে গিয়েও পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিন নবম মিনিটে গোলের দারুণ সুযোগ মিস করে ব্রাজিল। নিজেদের প্রান্তে ভেনেজুয়েলা বল হারালে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে কাটব্যাক করেন ভিনিসিয়ুস। ভালো জায়গায় বল পেয়েও বাইরে পাঠান রাফিনহা। ২২ মিনিটে সাভিনহোর থ্রু পাস বক্সে পেয়ে ভিনিসিয়ুস পোস্টে বল মারেন। বক্সের বাইরে থেকে নেওয়া গারসনের ফিরতি শট ঝাঁপিয়ে ঠেকান কিপার।

কয়েকটি দারুণ সুযোগ নষ্ট হওয়ার পর ব্রাজিল এগিয়ে যায় ৪৩তম মিনিটে। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া রাফিনহার শটে দূরের পোস্টের ভেতরের দিকে লেগে বল জাল খুঁজে পায়। বিরতি থেকে ফেরার ৩৮ সেকেন্ডে সতীর্থের কাটব্যাকে বক্সের মুখ থেকে শট নিয়ে জাল কাঁপান তেলোস্কা।

ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পায় ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। তাকে ফেলে দেওয়ার পর ভিএআরে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে ভিনিসিয়ুসের শট ঠেকিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেছেন রোমো। বাঁ দিকের পোস্টে ডান পায়ের দুর্বল শট নিয়েছিলেন ভিনি। রোমো ঠেকানোর পর ফিরতি বলে ভিনি শট নিয়েছেন পোস্টের বাইরে।

৮৯ মিনিটে আলেকজান্দার গঞ্জালেস ফাউল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিয়ুস। তাকেও আঘাত করে লাল কার্ড দেখেন গঞ্জালেস।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৩-এ উঠে গেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভেনেজুয়েলা। টেবিলের সেরা ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা