বাংলাদেশ-মালদ্বীপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম
আনিসুর নন, মিতুলকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ কাবরেরা। সংগৃহীত ছবি
মালদ্বীপের বিপক্ষে এবার দুই ধাপে খেলোয়াড়দের ক্যাম্পে ডাকেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম ধাপে গোলরক্ষক আনিসুর রহমানকে না ডাকলেও পরেরবার ১১ ফুটবলারের সঙ্গে ডাক পান তিনি। যদিও আজকের শুরুর একাদশে জায়গা পাননি আনিসুর।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশকে মোকাবিলা করবে মালদ্বীপ। এই ম্যাচে গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন কোচ। এর আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচে ভুটানের বিপক্ষেও প্রথম গোলকিপার ছিলেন মিতুল।
আক্রমণভাগে রাকিব হোসেনের নেতৃত্বে আরও থাকছেন মোরছালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ একাদশ : তপু বর্মণ (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, রাকিব হোসেন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মিতুল মারমা, মোহাম্মদ শাকিল আহাদ তপু, সোহেল রানা, মোহাম্মদ ঈসা ফয়সাল, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মোহাম্মদ সাদ উদ্দিন।