প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম
সাদা পোশাকের ক্রিকেট ছাড়ছেন ইমরুল— সংগৃহীত ছবি
চেষ্টা চালাচ্ছিলেন, রান করছিলেন, কিন্তু সুযোগ আসছিল না৷ ২০১৯ সালে ভারত সফর থেকে ফেরার পর এখনও ইমরুল কায়েসের গায়ে চড়েনি বাংলাদেশ দলের জার্সি। এবার হালই ছেড়ে দিলেন। ফেরার বদলে টেস্ট ও প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ওপেনার৷
২০১৯ সালের গোলাপি বলের টেস্টের পর ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে রান করলেও সুযোগ মেলেনি ইমরুলের। তরুণদের দিকে ঝুঁকেছেন বিসিবি নির্বাচকরা। তাই টাইগারদের হয়ে ৩৯ টেস্ট খেলা বাঁহাতি ওপেনার শেষ বলে দিয়েছেন।
আগামী ১৬ নভেম্বর জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ড খেলে সাদা পোশাক তুলে রাখবেন। অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় ইমরুল বলেছেন, ‘কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমার জন্য কঠিন এবং আবেগের একটি মুহুর্ত। ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি।’
২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক ইমরুলের। দেড় দশকের ক্যারিয়ারে ৭৬ ইনিংসে করেন ১,৭৯৭ রান। করেন তিন সেঞ্চুরি ও চার ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি ১৫০ রানের। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৭টি। ইমরুল করেছেন ৭,৯৩০ রান। শেষ ম্যাচে আর ৭০ রান করলে ৮ হাজারি ক্লাবে নাম লেখাবেন খুলনা বিভাগের ক্রিকেটার। এবার চলমান এনসিএলেও দারুণ করছিলেন ইমরুল।