× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম

তামিম ইকবাল

তামিম ইকবাল

অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তামিম ইকবাল। গত ৬ মে থেকে মাঠের বাইরে দর্শক হয়ে রয়েছেন জাতীয় দলের সাবেক এ কাপ্তান। সবশেষ ম্যাচ খেলেছেন প্রাইম ব্যাংকের জার্সিতে। ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে। বিপিএল দিয়ে ডিসেম্বরের শেষ দিকে মাঠে ফেরার কথা ছিল তামিমের। কিন্তু মাঠে ফিরছেন তার আগেই। দেশসেরা এ ওপেনার খেলবেন টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগে। লক্ষ্যটা সামনে রেখে এখন নিয়মিত মিরপুর শেরেবাংলায় অনুশীলনে নিজেকে ঝালাই করে নিচ্ছেন বাঁহাতি এই তারকা ব্যাটার।

শুরুতে দিন কয়েক ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তামিম। এখন নিয়মিত মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন। তবে ফিটনেস নিয়ে প্রকাশ্যে কোনো কাজ করতে দেখা যায়নি তাকে। তাই মাঠে ফিরতে হলে তামিমকে যেতে হবে ফিটনেস টেস্টের মধ্য দিয়ে। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।

এখন চলছে লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লঙ্গার ভার্সনের এই প্রতিযোগিতা শেষ হবে ৩ ডিসেম্বর। চার দিনের ম্যাচের এ আসর শেষ হলেই মাঠে গড়াবে নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। ফাইনাল দিয়ে এ আসর শেষ হবে ২৩ ডিসেম্বর। আর এ টি-টোয়েন্টি লিগ দিয়েই বিপিএলের আগে মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। কেননা বিপিএলের পর্দা উঠবে ৩০ ডিসেম্বর।

তামিমের নেতৃত্বে গত মৌসুমে বিপিএলে শিরোপা খরা ঘুচিয়েছে ফরচুন বরিশাল। এবারও ফরচুন বরিশালের অধিনায়ক তিনি। দেশের সবচেয়ে মর্যাদাকর টি-টোয়েন্টি আসরের আগে নিজের বিভাগীয় দল চট্টগ্রামের হয়ে খেলবেন জাতীয় লিগ টি-টোয়েন্টিতে। তামিমের ফেরা নিয়ে আজ বুধবার বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’

ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চেয়ে বিসিবিকে জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম। বিসিবির এ নির্বাচক বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন।’

মাঠে ফেরার আগে তামিমকে দিতে হবে ফিটনেস টেস্ট। এ নিয়ে হান্নান বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’

তামিমের খেলার ব্যাপারে নির্বাচকদের পরিষ্কার ধারণা রয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে কোনো কিছু জানা নেই তাদের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির সঙ্গে বিপিএলে সাকিবের খেলা নিয়ে কোনো নিশ্চিত খবর দিতে পারেননি হান্নান, ‘সাকিবের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কিছুই জানি না। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

এনসিএল টি-টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা বেশি। ডিসেম্বরেই পর্দা উঠবে বিপিএলের। তার আগেই নতুন এ টুর্নামেন্ট। দেশের ক্রিকেটারদের কথা মাথায় রেখেই এমন আয়োজন করছে বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা