প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন আগেই। এখন পর্তুগিজ মহাতারকা এগিয়ে যাচ্ছেন এক হাজার গোলের নয়া মাইলফলকে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। চমৎকার ফর্মটা ধরে রেখেছেন এখনো। এ লক্ষ্যটা পূরণের জন্য কমপক্ষে দুই থেকে আড়াই বছর খেলা চালিয়ে যেতে হবে এ সুপারস্টারকে।
কিন্তু প্ল্যাটিনিয়াম কুইনাস পুরস্কার জেতার পর রোনালদো আভাস দিলেন ভিন্ন কিছুর। দীর্ঘমেয়াদি কোনো কিছু অবশ্য ভাবনায় নেই তার। এ নিয়ে সিআর সেভেনের ভাষ্য, ‘আমি এখন মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছি। আমি আর দীর্ঘমেয়াদি কিছু ভাবছি না।’
এক হাজার গোল নিয়ে ঠিক যেন আশাবাদী হতে পারছেন না রোনালদো। সাম্প্রতিক মাঠের পারফরম্যান্সে সিআর সেভেনকে হয়তো বারণ করছে। রোনালদো বললেন, ‘আমি বলেছি, এক হাজার গোল স্পর্শ করতে চাই। আমি ৯০০ গোল স্পর্শ করেছি। দেখা যাক আগামী কয়েক বছরে আমার পা কীভাবে প্রতিক্রিয়া জানায়।’
সহস্র গোল না পেলেও আপসোস থাকবে না রোনালদোর। কেননা সর্বাধিক গোলের মালিক তিনিই, ‘যদি আমি হাজার গোলে পৌঁছতে পারি সেটা ভালো। যদি না পারি তবে এরপরও আমিই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’