প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১১:৩১ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১২:১১ পিএম
মার্কো আনগুলে
মার্কো আনগুলে ইকুয়েডরের মিডফিল্ডার। বয়স মাত্র ২২। কিন্তু এত অল্প বয়সেই চলে গেলেন পরলোকে। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন আনগুলে। হাসপাতালে পাঁচ সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর সোমবার রাতে পাড়ি জমিয়েছেন অন্যলোকে।
মঙ্গলবার বিবৃতিতে আনগুলের মৃত্যুর খবর জানিয়েছে তার ক্লাব এলডিইউ কিতো। ৭ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ইকুয়েডরের রাজধানী কিতোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনগুলে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আনগুলের বেশ কয়েকবার অস্ত্রোপচার করানো হয় এবং এক সপ্তাহের বেশি আইসিইউতে ভর্তি ছিলেন।
ইকুয়েডরের জার্সিতে ২০২২ সালের নভেম্বরে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে খেলেছেন সব মিলিয়ে তিন ম্যাচ। আনগুলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব সিনসিনাটি থেকে গত মার্চে নাম লেখান এলডিইউ কিতোয়। দেশের ক্লাবটির জার্সি গায়ে তিনি খেলেন ১৩ ম্যাচ। সবশেষ ৬ অক্টোবর ম্যাচ খেলার পরদিন দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইন্দিপেন্দিয়েন্তে দেল ভেলের ফুটবলার রবের্তো কাবেসাস ও তার বন্ধু ভিক্তর কারকোপাও ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সে সময় গাড়িতে ছিলেন আরও দুজন। তাদের অবস্থা অবশ্য এখনও জানা যায়নি।