প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২২:১৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২২:১৭ পিএম
ইস্যু যখন পাকিস্তান। ভারতের তালবাহানা করাটাই অস্বাভাবিক। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দরজায় কড়া নাড়লেও পাকিস্তান ভ্রমণ নিয়ে নিশ্চুপ ভারত। এ নিয়ে বেশ বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে সংস্থাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শরণাপন্ন হয়েছে।
মঙ্গলবার আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি। যাতে লেখা হয়েছে, কেন, কি কারণে পাকিস্তান ভ্রমণে অনিচ্ছুক ভারত, তা যেন লিখিত আকারে আইসিসি ও পিসিবিকে জানানো হয়।
গত শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ তুলেছিল, পাকিস্তানের তিন ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ছুতায় রোহিত শর্মাদের পাকিস্তান ভ্রমণে অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কিন্তু, এই মুহূর্তে পিসিবি যা চায়, তা হচ্ছে লিখিত ব্যাখ্যা।
আইসিসির পক্ষ থেকে একটি টিম ইতোমধ্যে পাকিস্তান ভ্রমণ করেছে। শুরু হয়েছে টুর্নামেন্টের কাউন্টডাউন। এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে বলা হচ্ছে, আট দলের উপস্থিতিতেই হবে চ্যাম্পিয়নস ট্রফি।
টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অনঢ় পিসিবি। টুর্নামেন্টের আগে থেকেই মূল তিন শহরে বাড়তি নিরাপত্তার কথাও জানানো হয় দেশটির সরকারের পক্ষ থেকে। প্রতিবেশী ভারতের অসুবিধা হলে ম্যাচ শেষে দেশ ছাড়ার প্রস্তাবও দিয়েছে পিসিবি। এতকিছুর পরও বিসিসিআইয়ের যেন মুখে কুলুপ আঁটা।
আট জাতির টুর্নামেন্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার সুযোগ দেখেন না তিনি।’ মূলত ২০২৩ সালে ভারতের অনাপত্তিতে এশিয়া কাপে হাইব্রিড মডেলে খেলা অনুষ্ঠিত হয়। তখন পাকিস্তানের সঙ্গে যৌথ আয়োজকের ভূমিকা পালন করে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় লঙ্কানদের মাটিতে। তবে এবার সেরকম কিছু হতে পারে। বলা বলি হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ভেন্যু হতে পারে দুবাই। তবে এমনটা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পিসিবির ওই কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির সঙ্গে আলোচনার মাধ্যমে তারা যে সূচি নির্ধারণ করেছে, সে অনুযায়ী ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালফিন্ডিতে।