প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসরের শুরু ও শেষটা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গতবারের ন্যায় এবারও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ গড়াবে। মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন, ম্যাচ আটটি। এরপর সিলেটে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় ম্যাচ ডেতে হবে ১২টি ম্যাচ। সেখান থেকে দলগুলো যাবে চট্টগ্রামে। ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।