জাতীয় ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রাজশাহী বিভাগের ফরহাদ হোসেন। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ঘরের মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার শেষবারের মত মাঠে নেমেছিলেন ফরহাদ। যদিও তার দল শেষ ম্যাচে জয় পায়নি, রংপুর বিভাগের কাছে হেরেছে ১০১ রানে। ম্যাচে ফরহাদ প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান।
ফরহাদের প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা
শুরু ২০০৫ সালে। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৬১টি ম্যাচ। ২৭৫ ইনিংসে ৩৫.৯৭
গড়ে ১৮টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরিতে এনেছেন ৯ হাজার ৬৫ রান। পাশাপাশি ডানহাতি
অফব্রেক বোলিংয়ে নিয়েছেন ১৬৫টি উইকেট, ইনিংসে ৫ উইকেট আছে ৩ বার। স্লিপ ফিল্ডারও হিসেবে
বেশ নামডাক কুড়িয়েছেন ফরহাদ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২০৪টি ক্যাচ নিয়ে
ক্যারিয়ার শেষ করেছেন তিনি।
বিদায়ী ম্যাচ শেষে ফরহাদকে খেলোয়াড়দের
স্বাক্ষর করা রাজশাহী বিভাগের একটি জার্সি উপহার দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে
তাকে স্মারক ক্রেস্টও প্রদান করা হয়। ফরহাদ জানিয়েছেন, লিস্ট ‘এ’ ক্রিকেটটা
চালিয়ে যাবেন। এই ফরম্যাটে ১৩৫ ম্যাচে ৩ হাজার ৩০৪ রান রয়েছে তার।
মিঠুনের সেঞ্চুরিতে রক্ষা
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেট-খুলনা ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২২৩ রানে পিছিয়ে পড়ে ফলো অন করা খুলনা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯৬ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। সেঞ্চুরি করে খুলনার ত্রাতা হন মোহাম্মদ মিথুন। ৭টি করে চার-ছক্কায় ১০২ রানের ইনিংস সাজান মিঠুন। মিঠুন ছাড়া খুলনার দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন এনামুল হক (৫৪), ইমরুল কায়েস (৭১) ও নুরুল হাসান (৫০*)।
নাটক শেষে অমীমাংসিত ঢাকা ডার্বি
সিলেট একাডেমি মাঠে ঢাকা বিভাগকে ১৫৭
রানের লক্ষ্য দিয়ে জয়ের খুব কাছে গিয়েছিল ঢাকা মহানগর। ঢাকা বিভাগ ৮ উইকেটে ১৪৮ রান
তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা, ড্র হয়ে যায় ম্যাচ। মহানগরের বাঁহাতি
স্পিনার রাকিবুল হাসান ৪টি ও বাঁহাতি পেসার আবু হায়দার নিয়েছেন ৩টি উইকেট।
এর আগে ৬ উইকেটে ১৮৬ রান নিয়ে দিন শুরু
করা মহানগর অলআউট ২৬৭ রানে।