× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ

শান্তর বদলি দীপু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২০:৫৩ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

শান্তর বদলি দীপু

ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ায় আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর পরিবর্তে টেস্ট দলে ফিরেছেন শাহাদাত হোসেন দিপু।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। আসন্ন টেস্ট সিরিজে সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে। এদিকে টেস্ট দলের সদস্যরা উইন্ডিজের পথে উড়াল দিয়েছেন। আর যারা ওয়ানডে দলে ছিলেন তারা যাচ্ছেন দুবাই থেকে। এখনও ভিসা হয়নি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। দিপু-অঙ্কনের একসঙ্গে উইন্ডিজের বিমান ধরার কথা রয়েছে।

গত বছরের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত খেলেছেন ৪টি টেস্ট। সবশেষ খেলেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। চার টেস্টে ১৪.৭৫ গড়ে করেছেন ১১৮ রান। ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বিবেচিত হননি এই ডানহাতি ব্যাটার।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫-১৯ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে জ্যামাইকায়, ৩০ নভেম্বর থেকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাশ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা