ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২৩:৫৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ০০:০৮ এএম
মোহাম্মদ সালাহর গোল উদযাপন
সিটির হারের দিনে অবশ্য লিগ টেবিলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ডারউইন নুনিয়েজ ও মোহাম্মদ সালাহ নৈপুণ্যে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে অলরেডসরা। এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি থেকে ৫ পয়েন্ট এগিয়ে আন্তর্জাতিক খেলার বিরতিতে গেছে আর্নে স্লটের শিষ্যরা।
ম্যাচের ২০ মিনিটেই উরুগুয়ের তারকা ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজের গোলে লিড নেয় লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে একক কৃতিত্বে স্বাগতিকদের জয়সূচক গোল উপহার দেন সালাহ। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটি মিসরীয় ফরোয়ার্ডের দশম গোল। এই মৌসুমে ১০টি অ্যাসিস্টও আছে মিসরীয় তারকার।
লিগে ১১ ম্যাচে ৯ জয়, একটি করে ড্র ও হারে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটির পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা নটিংহ্যাম ফরেস্ট ১৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে ব্রাইটন। আর টানা তৃতীয় হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে চলে গেছে ভিলা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও দলকে নিয়ে বেশ সতর্ক লিভারপুল কোচ স্লট। তিনি বলেন, ‘সামনের ম্যাচগুলোর দিকে যদি তাকাই, কঠিন চ্যালেঞ্জ তাহলে অপেক্ষায়। এমনিতেই মৌসুম খুব কঠিন হবে। খুব ছোট ব্যবধানে সবকিছু নির্ধারিত হবে। আমরা এখন এগিয়ে আছি, তবে তা খুবই ছোট। আরও অনেক পরীক্ষা সামনে আছে।’
এদিকে ইতালিয়ান সিরি আয় উত্তেজনায় ঠাসা ক্যাগলিয়ারি ও এসি মিলান ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে। আরেক ম্যাচে তুরিনোকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। আর ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্সকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।