ওয়েস্ট ইন্ডিজ সফর
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২২:১৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম
শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল দিয়েছে বিসিবি। চোটের জন্য দলে নেই মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসানও। লাল বলের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। তবে দলে ফিরেছেন জাকের আলী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর। খেলা হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। এ ম্যাচের ভেন্যু জ্যামাইকার স্যাবাইনা পার্ক।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।