জাতীয় ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:২৭ পিএম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন অমিত হাসান। রবিবার (১০ নভেম্বর) কক্সবাজারে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন সিলেট অধিনায়ক। ২৩ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার থেমেছেন ২১৩ রানে। সিলেটের আরেক ব্যাটসম্যান আসাদুল্লাহ আল গালিবও পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা।
কক্সবাজারের একাডেমি মাঠে খুলনা বিভাগের পেসার আব্দুল হালিমের বলে বাউন্ডারি হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর বয়সি অমিত; যা চলমান এনসিএলে প্রথম ডাবল সেঞ্চুরি। দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা ব্যাট করে ৪৫৫ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সময়ের হিসাবে যা দেশের ব্যাটসম্যানদের তৃতীয় দীর্ঘতম ইনিংস।
সিলেটের আরেক সেঞ্চুরিয়ান গালিবের ১১৫ রান এসেছে ২৪২ বলে, ৭টি চার ও ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। চতুর্থ উইকেটে অমিতের সঙ্গে ২৫১ রানের জুটি গড়েন তিনি। পরে দিনের শেষ আলোয় ৭ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে সিলেট। খুলনার স্পিনার শেখ মাহেদি হাসান ৪ ও পেসার জিয়াউর রহমান ৩ উইকেট পান। জবাবে দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৩ রান করেছে খুলনা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৩১৮ রানে অলআউট হয়েছে বরিশাল বিভাগ। ৪৩ রান নিয়ে দিন শুরু করা মঈন খান থেমেছেন ৭৭ রানে। অধিনায়ক তানভীর ইসলাম করেন ৪০ রান। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেন দীপু ও ইয়াসির আলী রাব্বীর সৌজন্যে দিনশেষে চট্টগ্রাম ৩ উইকেটে ২০২ রান করেছে।
এনসিএলের দ্বিতীয় রাউন্ডে ইয়াসিরের ব্যাট থেকে এসেছিল ৭৪ রানের ইনিংস। এরপর হংকংয়ে সিক্স-এ-সাইড টুর্নামেন্ট খেলতে তৃতীয় রাউন্ড খেলা হয়নি তার। চতুর্থ রাউন্ডে ফিরেই রানের দেখা পেলেন তিনি। দিন শেষে ইয়াসির অপরাজিত আছেন ৮১ রানে, বল খেলেছেন ১০৬টি। অধিনায়ক শাহাদাত হোসেন খেলছেন ৬৪ রানে। দুজনের সৌজন্যে ১১৬ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রংপুর ও রাজশাহী বিভাগের ম্যাচের শুরু থেকেই বোলাররা দাপট দেখাচ্ছেন। প্রথম ইনিংসে রংপুরের ১৮৯ রানের জবাবে রাজশাহী অলআউট হয়েছে ঠিক ১৮৯ রানে। রাজশাহীর অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দিনের শেষ সেশনে রংপুর তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে করেছে ৮৩ রান।
শুভাগত হোমের
সৌজন্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে লড়ছে ঢাকা বিভাগ। মহানগর
তাদের প্রথম ইনিংসে করেছে ৩০৪ রান। দ্বিতীয় দিন শেষে ঢাকার রান ৬ উইকেটে ২৫৪, এখনও
৫০ রানে পিছিয়ে থাকা ঢাকাকে টিকিয়ে রেখেছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম। দিন
শেষে তিনি ৭২ বলে ৬০ রানে অপরাজিত আছেন। ১৬ বলে ২১ রানে খেলছেন নাজমুল ইসলাম।