প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৯:১০ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। গত শনিবার ডাম্বুলায় প্রথমে ব্যাটিং করে ১৩৫ রান তোলে কিউইরা। জবাবে এক ওভার ও চার উইকেট হাতে রেখে জয়ের বন্ধরে পৌঁছায় লঙ্কানরা। ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ডাম্বুলায় ১৩৬ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার ব্যাটারদের রীতিমতো সংগ্রাম করেছে। কিন্তু ষষ্ঠ উইকেটে আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। কুশলের সঙ্গে পাথুম নিসাঙ্কা দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন। তারপর নিউজিল্যান্ড ৮৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে জয়ের ক্ষীণ স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু তাতে বাধ সাধে আসালাঙ্কা-হাসারাঙ্গার জুটি।
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ১৬ রানে উইকেট হারায় নিউজিল্যান্ড। বিপদ না কাটতেই ফের ধাক্কা লাগে কিউই শিবিরে। মার্ক চ্যাপম্যানকে হারায় তারা। ফ্লিক করতে গিয়ে ধরা পড়েন চ্যাপম্যান। দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং ক্রিজে ছিলেন পাওয়ারপ্লের শেষ বল পর্যন্ত। থিতু হয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি ইয়ং। ১৯ বলে ১৯ রান করে মাহিশ থিকশানার বলে ইয়ং হন এলবিডব্লিউ। ৩ উইকেটে ৩১ রান নিয়ে পাওয়ারপ্লে শেষ করে নিউজিল্যান্ড।
গ্লেন ফিলিপ্সও সুবিধা করতে পারেননি। ফিলিপ্স ফেরার পরের ওভারে অভিষিক্ত মিচেল হে ক্যাচ দেন উইকেটরক্ষককে। ডাকের তিক্ত স্বাদ হজম করতে হয় তাকে। দলীয় রান একশ হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয় কিউই শিবিরে। সেই শঙ্কা দূরন করেন ইশ সৌধি ও জ্যাকারি ফোল্কস। নবম উইকেটে ৩৯ রানের জুটি গড়েন দুজন। শেষ পর্যন্ত ১৩৫ রানে তুলতে পারে তারা।