× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়া ক্রিকেট উদ্বোধন করলেন আশরাফুল-তামিম-আমিনুল

বগুড়া অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম

রং-বে-রংয়ের বেলুন উড়িয়ে  জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও আমিনুল হক

রং-বে-রংয়ের বেলুন উড়িয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও আমিনুল হক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সারাদেশে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহণ করে। টসে জিতে সবুজ দল লাল দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।

দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে যেন দর্শকদের ঢল নামে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে, কয়েক হাজার দর্শক বিশেষ করে নারীসহ শিশু কিশোররা উপভোগ করেন এই টুর্নামেন্টের খেলা। 

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির সচিব দেবব্রত পাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন, টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠায়। লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ এবং কামরান হাফিজ ডিকি অপরাজিত ২১ রান করেন। এছাড়া রহমত আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। রাজশাহী সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা