বগুড়ায় জিয়া ক্রিকেট শূরু আজ
বগুড়া অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৪:৫৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৭:২০ পিএম
মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ। বেলা সাড়ে ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ ছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল দল অংশগ্রহণ করবে।
গতকাল শনিবার বিকালে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘সারা দেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ক্রিকেটপ্রেমী প্রয়াত আরাফাত রহমান কোকোর অক্লান্ত পরিশ্রমে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণ করা হয়। তাদের ইচ্ছে ছিল উত্তরাঞ্চলের খেলোয়াড়রা ক্রিকেটে দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। কিন্তু পতিত শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তাবায়ন হতে দেয়নি। ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে। বগুড়াবাসীর স্বপ্ন আবারও বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য বগুড়া থেকে প্রথম জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক এবং বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ, জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির প্রমুখ।
এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে আয়োজকরা জানিয়েছেন।