প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৪:২৯ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৪:৩০ পিএম
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল৷ শারজায় আগামীকাল সোমবার মাঠে গডাবে সিরিজ নির্ধারণী ম্যাচ৷ এরপর পূর্নাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। তবে এই সফরে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মুস্তাফিজ। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে তার না থাকা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বাকি দুই ফরম্যাটে মুস্তাফিজুর রহমান ছুটি চেয়েছেন বলে জানা গিয়েছে। বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এমনটিই জানিয়েছেন।
বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মুস্তাফিজ ছুটির কথা জানিয়েছেন বিসিবিকে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলেও জানা গেছে। শেষ পর্যন্ত কাষ্টার মাস্টার যদি ছুটি পান, তাহলে ওয়েস্ট সফর থেকেই বাইরে চলে যেতে পারেন।
নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।
টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।
ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।