× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার টেস্ট দলে নতুন মুখ ম্যাকসুইনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৩:২৪ পিএম

অস্ট্রেলিয়ার টেস্ট দলে নতুন মুখ ম্যাকসুইনি

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার নাথান ম্যাকসুইনি। পার্থে প্রথম টেস্টেই ২৫ বছরের এই ওপেনারের অভিষেক হবে বলেও নিশ্চিত করেছে সিএ৷ 

ডেভিড ওয়ার্নারের অবসরের পর বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিং পজিশন। এই জায়গায় কিছুদিন স্টিভেন স্মিথ খেললেও খুব একটা সুবিধা করতে পারেননি। মাঝে মার্কাস হ্যারিস থেকে অনেকের নামই আলোচনায় থাকলেও ম্যাকসুইনিতেই বিশেষ আস্থা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। এর আগে কেবল একবারই ওপেনার ছিলেন এই ব্যাটার।  

সবশেষ ভারত 'এ' দলের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে দুটি টেস্ট খেলেছেন ম্যাকসুইনি। প্রথম টেস্টে একটি অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। সবমিলিয়ে চার ইনিংস ব্যাট করে ৫২ গড়ে ১৭৬ রান করেন ম্যাকসুইনি। এখন পর্যন্ত ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাকসুইনির রান ৩৮.১৬ গড়ে ২২৫২। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আছে ৬ সেঞ্চুরি। 

ম্যাকসুইনির মতোই এই টেস্ট দিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিশও। চলমান পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের চলতি মৌসুমের শেফিল্ড শিল্ডে ফর্ম  দুর্দান্ত। ৪ ইনিংসে ২ সেঞ্চুরিসহ তার মোট রান ২৯৭। 

কামিন্সের নেতৃত্বে এ স্কোয়াডের পেস আক্রমণে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর স্কট বোল্যান্ড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে প্রায় ৮ মাসের পর টেস্ট খেলতে যাচ্ছে অজিরা। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন, মাইকেল নেসের ও ম্যাট রেনশ। 

২২ নভেম্বর শুরু হবে এ সিরিজের প্রথম ম্যাচ। পরের টেস্টগুলো শুরু হবে যথাক্রমে ৬ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি। 

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, মিচেল স্টার্ক এবং স্টিভ স্মিথ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা