× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান সিরিজ

সতীর্থদের পারফরম্যান্সে খুশি, তবে নিজের ব্যাটিংয়ে অখুশি কাপ্তান শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ০৩:৫৫ এএম

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উপহার দিয়েছেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। কিন্তু গোল বেঁধেছে ফিল্ডিংয়ে নেমে। বল রুখতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সেই চোট নিয়ে কিছুক্ষণ ফিল্ডিং করলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়েন অস্বস্তি নিয়ে। 

এমনিতেই চোট পিছু ছাড়ছে না বাংলাদেশকে। তার মধ্যে ইনজুরির তালিকায় যোগ হলো নাম। দুশ্চিন্তায় রেখে শান্ত ম্যাচ শেষে নিজের চোট নিয়ে বলেন, ‘একটু ভালো অনুভব করছি। তবে একটু সমস্যাও আছে। আমাকে পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশের জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেও নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে খুশি নন শান্ত, ‘সত্যি কথা বলতে, আমি খুব একটা খুশি নই। আমার আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল। এই উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা কঠিন। আমার আরেকটু লম্বা ইনিংস খেলা উচিত ছিল। তবে আমি যেভাবে শুরু করেছি, সেটা নিয়ে খুশি।’

সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না। ডু অর ডাই ম্যাচে আফগানদের বিপক্ষে পাওয়া ৬৮ রানের জয়ের জন্য কৃতিত্বটা দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দিলেন শান্ত, ‘যেভাবে মিরাজ ও নাসুম বোলিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হয়। তাসকিন ভালো শুরু এনে দিয়েছে গুরবাজকে আউট করে। সে আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। সব মিলিয়ে বোলাররা খুব ভালো করেছে। আমি ফিল্ডিংয়ের ক্ষেত্রে যা চাচ্ছিলাম, যে এনার্জিটা চাচ্ছিলাম, সেটা আজ পেয়েছি। সেদিক থেকে আমি খুবই খুশি।’

নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ দিকে ওয়ানডে অভিষিক্ত জাকের আলী ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে টাইগারদের স্কোরটাকে আড়াই শ পার করেন। নাসুমের ব্যাট ছুঁয়ে আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। লোয়ার অর্ডারে দুজনের এমন আগ্রাসী ব্যাটিংয়ের স্তুতি গাইতেও ভুললেন না শান্ত, ‘ওরা যেভাবে শেষ করেছে, সেটার পর আমরা মোমেন্টামটা পেয়ে গিয়েছি। আমরা জাকের এবং লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করে, যেমন নাসুম, ওদের কাছে এটাই চাইব। ওরা আজ যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। আশা করছি, ওরা এভাবেই খেলে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা