× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফের ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান তাবিথ আউয়াল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৫:৩৮ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম

ফাইনান্স কমিটির চেয়ারম্যান করা হয় ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে। ছবি: বাফুফে

ফাইনান্স কমিটির চেয়ারম্যান করা হয় ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে। ছবি: বাফুফে

প্রায় ২৮টির মতো এজেন্ডা নিয়ে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব-নির্বাচিত প্রথম কমিটির সভা। এই সভায় উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ফাইনান্স কমিটির চেয়ারম্যান করা হয় ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সভা চলে প্রায় ২টা পর্যন্ত। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সদস্য পদে এবারই নির্বাচিত হয়ে আসা আমিরুল ইসলাম বাবু। তাকে করা হয় মিডিয়া কমিটির চেয়ারম্যান। এছাড়া পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান করা হয় ইমরুল হাসানকে। গেল ২৬ অক্টোবরের নির্বাচনে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি হন। এছাড়া ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানও হয়েছেন তিনি।

আজকের সভায় নেওয়া কিছু সিদ্ধান্তের মধ্যে আছে- এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ কমিটিতে ছিলেন, তাদেরকে স্বপদে বহাল রাখা হয়েছে। নারী উইংয়ের প্রধান থাকছেন মাহফুজা আক্তার কিরন। 

নতুন কমিটিতে জায়গা পাওয়া কয়েকজন হলেন, ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান- নাসের শাহরিয়ার জাহেদী, মার্কেটিং কমিটি চেয়ারম্যান- ফাহাদ করিম, ঢাকা মেট্রোপলিটন লীগ কমিটি চেয়ারম্যান- সাব্বির আহমেদ আরিফ, পাইওনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান- টিপু সুলতান। 

এদিকে স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে দুইজনকে। দেশের ৬৪টি জেলায় ২ ভাগে ২ জন দায়িত্ব পালন করবেন। ৩২টি করে জেলার দায়িত্বে থাকবেন যথাক্রমে গোলাম গাউস ও বিজন বড়ুয়া।

দেশে বয়সভিত্তিক টুর্নামেন্ট চায় ফিফা। এমনটাই জানা গেছে কয়েকদিন আগে। নতুন নির্বাচিত কমিটি ফিফার চাওয়া মতো এগুতে চাইছে। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৭ পর্যায়ে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুর্ধ্ব ১৫ ন্যাশনাল কাপ চেয়ারম্যান- মঞ্জুরুল করিম এবং অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্ট টিম কমিটি চেয়ারম্যান- সাইদ হাসান কানন।

এছাড়া জেলা ফুটবল এসোসিয়েশন কমিটি (ডিএফএ চেয়ারম্যান) হিসেবে থাকবেন ইকবাল হোসেন। টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান করা হয় কামরুল হাসান হিল্টনকে। আর বাফুফে গঠনতন্ত্র সংশোধন ও ইলেকশন কমিটিতে জায়গা পেয়েছেন, জাকারিয়া, জেইন ও ইমরান। ডিএফএ মনিটরিং কমিটির প্রধান, দুলাল।

আজকের সভায় গঠিত কমিটির মেয়াদ থাকবে এক বছরের জন্য। তবে ফাইনান্স কমিটি এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেয়াদই কেবল আগামী চার বছরের জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা