× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

সিরিজ রক্ষায় চোখ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০৯:৪২ এএম

সিরিজ রক্ষায় চোখ বাংলাদেশের

দুবার আশা জাগিয়েছিল বাংলাদেশ। প্রথমবার আফগানিস্তানের ব্যাটারদের নাকানিচুবানি খাইয়ে, পরেরবার টপ অর্ডার ব্যাটিংয়ে। তবে জয় আসেনি। ২৩৬ রানের লক্ষ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগাররা হারে ৯২ রানে। তিন ম্যাচের সিরিজেও পিছিয়ে নাজমুল হোসেনরা। আজ শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে তাদের ফেরার চ্যালেঞ্জ। পঞ্চাশ ওভারের ম্যাচটি শান্তদের একই সঙ্গে সিরিজ রক্ষা এবং হারের বৃত্ত ভাঙারও। 

সংযুক্ত আরব আমিরাতের শারজা অপয়া ভেন্যুতে ভাগ্য ফেরাতে পারেননি শান্তরা। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং না বোলিংÑ কোনোটিতেই ভালো করতে পারেনি। সেসব ভুল শুধরে জয়ে ফেরার প্রত্যয় গুনছেন শান্তরা। আজ শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ‍শুরু হবে দুদলের লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। শক্তি-সামর্থ্য, পরিসংখ্যান কিংবা মুখোমুখি দেখাÑ প্রায় সব বিভাগে আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে এখানে আছে যদি-কিন্তু।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য শুনিয়েছেন আশার কথা। তাদের চোখ সিরিজ রক্ষায় নয়Ñ জয়ের কথা ভেবেই আজ নামবে বাংলাদেশ। সিরিজ জিততে হলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে। সিরিজে ফিরলে না তবে জেতা হবে! শারজার এই মাঠটি আবার আফগানদের পয়া ভেন্যু। সবশেষ ছয় ওয়ানডের পাঁচটিতেই জিতেছে তারা। সব মিলিয়ে ২৯টি ওয়ানডে খেলে মাঠটিতে আফগানরা হেরেছে মোটে সাতটিতে। তা ছাড়া সাম্প্রতিক ফর্মও এগিয়ে রাখছে হাশমতউল্লাহ শহিদির দলকে। পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। এখন অবধি দুদলের ১৭টি এক দিনের ম্যাচে দেখায় বাংলাদেশ জিতেছে ১০টিতে। আফগানদের জয় ৭টিতে।

আফগানদের বিপক্ষে নামার আগে বাংলাদেশ এই সংস্করণে সর্বশেষ খেলেছে গত মার্চে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল শান্তরা। প্রথম ম্যাচে হারের জন্য নিজেদের পছন্দের ফরম্যাটে লম্বা সময় পর খেলার ব্যাপারটিই সামনে এনেছেন মিরাজ, ‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত-আট মাস আগে হবে। যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’

মোদ্দাকথা, আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়া সিরিজে প্রাথমিকভাবে ফিরতে চান মিরাজরা। বাকি চিন্তা পরে। মিরাজের ভাষায়, ‘ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছি। এমনকি আগেও সিরিজ জিতেছি। তাই প্রথম ম্যাচে হার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা ঘুরে দাঁড়াতে পারব না, অমনও না। আশা করি, দারুণভাবে ফিরে আসব।’

ফেরার প্রত্যয় বোনা ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকে। তার আঙুলের চোটে কপাল খুলতে পারে জাকের আলি অনিকের। তা ছাড়া ভিসা জটিলতায় একটু পরে দলের সঙ্গে যোগ দেওয়া বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ খেলতে পারেন আজ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন রিশাদ হোসেন। নাহিদ রানাকে অভিষেক না করিয়ে আজ শারজায় আবারও তাসকিন-মুস্তাফিজ-শরিফুলের পেস ত্রয়ীকে নামাতে পারে টিম ম্যানেজমেন্ট। জয়ের ধারায় থাকা আফগানরা অবশ্য দলের কম্বিনেশন না ভাঙার পক্ষেই থাকতে পারে। ‘ডু অর ডাই’ ম্যাচে বাংলাদেশ নিজেদের শক্তির পুরোটা ঢেলে দিতে চায়; মোটকথা, জয়ের লক্ষ্যে নামবে শান্ত ব্রিগেড।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা