প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০২:৪২ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১১:০১ এএম
সাঞ্জু স্যামসন
বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন সাঞ্জু স্যামসন। তার টানা দ্বিতীয় শতকে ভারত পেয়ে যায় ২০০-ঊর্ধ্ব সংগ্রহ। পরে দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুইর বোলিং দাপটে অল্পতেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বড় ব্যবধানে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের দল। ডারবানে শুক্রবার সফরকারীদের ২০২ রানের পুঁজি ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নেমে স্বাগতিকরা ধসে পড়ে মাত্র ১৪১ রানে।
জয়ের নায়ক স্যামসন ভারতের প্রথম ব্যাটার হিসেবে কুড়ি ওভারের সংস্করণে টানা দুটি সেঞ্চুরি আদায়ের কীর্তি গড়লেন। সঙ্গে ভাগ বসালেন ভারতের জার্সিতে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডে। ১০ ছক্কা ও ৭ চারে ৫০ বলে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান এ উইকেটরক্ষক-ব্যাটার।
গত মাসে হায়দরাবাদে নিজেদের আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। বল হাতে দুই লেগ স্পিনার বরুণ ২৫ রানে ও বিষ্ণুই ২৮ রানে পান ৩টি করে উইকেট। বাংলাদেশ সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর কুড়ি ওভারের সংস্করণে ফিরে চার ম্যাচে ৮ উইকেট পেলেন ৩৩ বছরের বরুণ।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের হৃদয় ভেঙে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছিল ভারত। এরপর দুই দলের প্রথম দেখায়ও জয়ের দেখা পেল বিশ্বজয়ীরা।