প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২১:০৪ পিএম
আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একাদশ আসর। সংযুক্ত আরব আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় আট দলের অংশগ্রহণে হবে ওয়ানডে ফরম্যাটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। আজ শুক্রবার (৮ নভেম্বর) আসন্ন যুব এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ডিফেন্ডিং
চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। সেখানে তামিম-সাকিবদের উত্তরসূরীদের প্রতিপক্ষ
হিসেবে থাকছে শ্রীলঙ্কা, ও নেপাল। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের
সঙ্গে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের
বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা। ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের
বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।
বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান মহারণটি হবে ৩০ নভেম্বর।
প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে
সেমি ফাইনাল। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল। আর দুবাইয়ে শিরোপা
নির্ধারণী ফাইনাল হবে ৮ ডিসেম্বর। সবশেষ গেল বছর ২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা। আসরটিতে রেকর্ড ৮ বারের
চ্যাম্পিয়ন ভারত। ১ বার শিরোপা জিতেছে আফগানিস্তান। আর ২০১২ সালে ফাইনালে বৃষ্টির কারণে
ভারত ও পাকিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন করা হয়েছিল।