প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২০:০০ পিএম
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটে ঘোর চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা চলাকালে দুদেশের খেলোয়াড়দের মাঝেও আগ্রাসী ভাব ফুটে ওঠে। দ্বিপক্ষীয় সিরিজ হলে তো কথাই নেই! ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামের সঙ্গেও খেলুড়ে জীবনে রেষারেষি লেগে থাকত অস্ট্রেলিয়ার পেসার মার্ভ হিউজের।
কালের আবর্তে বোথাম-হিউজ এখন
জিগরি দোস্ত। তাদের সম্পর্ক পৌঁছেছে উচ্চমার্গীয় পর্যায়ে। সম্প্রতি একে অন্যের প্রাণ
রক্ষার কারণও হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন তেমনই একটি সংবাদ প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৬৮ বর্ষী বোথাম মাছ শিকারে গিয়ে নৌকার দড়ির সঙ্গে স্যান্ডেল
জড়িয়ে নদীতে পড়ে যান। নদীতে কুমির ও হাঙর ছিল বলে ব্যাপারটা বিপজ্জনকই ছিল। তবে হিউজের
সাহায্যে তিনি দ্রুতই রক্ষা পেয়েছেন।
ব্রিটেনের সংবাদমাধ্যম মেইল
অনলাইন জানিয়েছে, নৌকা থেকে জলযানে ওঠার সময় দড়ির সঙ্গে স্যান্ডেল পেঁচিয়ে পড়ে যান
বোথাম।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম
‘নিউজ কর্প’ জানিয়েছে, নৌকার নিচে তখন কয়েকটি বুল শার্ক (হাঙর) ছিল। ক্ষুধার্ত হাঙরগুলো
কুমিরদের ফেলে যাওয়া মাংস খাচ্ছিল।