প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৩ পিএম
মুশফিকুর রহিম
শারজায় গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এই চোট নিয়ে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এ ব্যাটার। ব্যাপারটা এখানেই শেষ নয়, চলতি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও দর্শক বনে গেছেন মুশফিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ শুক্রবার এমন খারাপ খবর দিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।
মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে ওই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না, কারণ তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’ ক্যারিবীয় সফরে টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সফরের শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। ফিটনেস ফিরে পেলে ওয়ানডে সিরিজে খেলতে পারেন মুশফিক।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মুশফিকের ছিটকে যাওয়া নিয়ে মেহেদী হাসান মিরাজ গণমাধ্যমে বলেন, ‘মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে। মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।’
ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার-পাঁচে ব্যাটিং করা মুশফিক প্রথম ওয়ানডেতে বাইশগজে নামেন সাতে। ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর এ প্রথম তিনি ছয়ের পর ব্যাটিং করলেন। আফগানিস্তানের ইনিংসের একেবারে শেষ দিকে উইকেটকিপিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে তারপর নেমেছেন ব্যাটিংয়ে। সময় নিতে হয়েছে ব্যথা কমার জন্যও।