প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ২৩৫ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে ৯২ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের হারের জন্য হুট করে উইকেটের বদলে যাওয়াকে দায়ী করেছেন মেহেদী হাসান মিরাজ। দলের সহ-অধিনায়ক মনে করেন, উইকেট আশানুরূপ আচরণ না করায় ব্যাটিং বিপর্যয় ঘটেছে বাংলাদেশের।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে হার নিয়ে টাইগার অলরাউন্ডার বলেন, 'উইকেট আশানুরূপ আচরণ করেনি। আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, আমাদের দুজনের কাছে সহজ উইকেট মনে হচ্ছিল। ২০ ওভারের পর বল যখন পুরনো ও নরম হয়ে গেল, হঠাৎ করে টার্ন শুরু হয়ে গেল বেশি। আমি আর শান্ত মাঝখানে খুব সংগ্রাম করছিলাম, সেট হওয়ার পরও।'
আফগান অফ স্পিনার এএম গাজানফারের বল যেন গোলকধাঁধার মতো ঠেকছিল বাংলাদেশের কাছে। শেষ ৮ উইকেট টাইগাররা হারায় ২৪ রানের ব্যবধানে। গাজানফারের একাই শিকার করেন ৬ উইকেট। অভিজ্ঞ ও ও পরীক্ষিত ব্যাটাররা যেন বুঝতেই পারছিলেন না বলের গতিবিধি।
মিরাজ অবশ্য জানালেন, উইকেটের আচরণের কারণেই সহজ জয় তুলে নেওয়ার বদলে একশ ছুঁইছুঁই রানের ব্যবধানে উল্টো হার বরণ করে বাংলাদেশ। তিনি বলেন, 'হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে।'