প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৬ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাবেন নবী, বলে দিয়েছেন বোর্ডকে— সংগৃহীত ছবি
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার নিজেই এ ঘোষণা দেন।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান আজ শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবেন। বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’
২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবির। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন। ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৫৪৯ রান। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবির শিকার ১৭১ উইকেট। নবীর ঝুলিতে আছে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে নবী ৩,০০০ রান ও ১০০ উইকেট পাওয়ার কীর্তি। আফগানিস্তানের হয়ে একইসঙ্গে অন্তত ১,০০০, ১০০ উইকেট ও ৫০ ক্যাচ নেয়ার কৃতিত্ব তিনি ছাড়া আর কারোর নেই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্রিকেটের ক্ষুদে সংস্করণকেও বিদায় জানাবেন নবী— এমনটাই ধারণা করছেন নসিব খান। তার ভাষ্য, ‘আমি বুঝতে পারছি চ্যাম্পিয়নস ট্রফির পর সে টি-টোয়েন্টি ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চায়। এখন পর্যন্ত এটাই তার পরিকল্পনা।’
শারজায় গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ৯২ রানের জয়েও বড় অবদান রেখেছেন নবী। ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার পথে খেলেছেন ৭৯ বলে ৮৪ রানের ইনিংস। এরপর বল হাতে নিয়েছেন নাজমুল হোসেনের উইকেট।