× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজিদের বিধ্বস্ত করে সিরিজ সমতায় পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৭:২৪ পিএম

অস্ট্রেলিয়ার ইনিংস ধসিয়েছেন পাক গতিতারকা হারিস রউফ; ছবি : ইএসপিএন ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার ইনিংস ধসিয়েছেন পাক গতিতারকা হারিস রউফ; ছবি : ইএসপিএন ক্রিকইনফো

বোলিংয়ে কাজটা আগেই সহজ করে দিয়েছিল পাকিস্তানের বোলাররা। হারিস রউফ-শাহিন শাহ আফ্রিদিদের তোপে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল দুইশরও আগেই। এরপর সহজ লক্ষ্য তাড়ায় নেমে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাইম আইয়ুব-আব্দুল্লাহ শফিকরা। তাতেই স্বাগতিকদের বিধ্বস্ত করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে ম্যান ইন গ্রিনরা। 

আজ শুক্রবার (৮ নভেম্বর) অ্যাডিলেড ওভালে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ২৬.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে অজিদের ২ উইকেটের জয়ে পার্থের তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।

এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শুরুতেই ধস নামান পাক পেসার শাহিন শাহ আফ্রিদ। অস্ট্রেলিয়ার দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১৩) ও ম্যাথু শর্টকে (১৯) ফিরিয়ে দলকে দারুণ শুরু এনে দেন বাঁহাতি এই পেসার।

তিনে নামা স্টিভেন স্মিথ এদিনও দলের হাল ধরার চেষ্টায় ছিলেন। তবে অন্য প্রান্তে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাননি। দলীয় ১০১ রানের মাথায় ৪৮ বলে ব্যক্তিগত ৩৫ রানের ইনিংস খেলে অভিজ্ঞ এই ব্যাটার বিদায় নিতেই যেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস শুরু। মাত্র ৬২ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

স্মিথ ছাড়া স্বাগতিক আর কোনো ব্যাটারই ২০ এর ঘর পার হতে পারেননি। শাহিনের পর আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর রাজ করলেন আরেক পেসার হারিস রউফ। ৫ উইকেট শিকার করেছেন এই পেসার। এ ছাড়া ৩টি উইকেট শাহিন আফ্রিদির দখলে গেছে।

রউফ-শাহিনদের ঝলমলে বোলিংয়ের পর ব্যাটারদের সামনে লক্ষ্যটা হাতের নাগালেই ছিল। মাত্র ১৬৪ রানের টার্গেট তাড়ায় নেমে উল্টো আগ্রাসী মেজাজে ব্যাট চালালেন দুই ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিক। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে একটা সময় মনে হচ্ছিল, কোনো উইকেট না হারিয়েই জয় পেয়ে যাচ্ছে পাকিস্তান।

তবে দলীয় ১৩৭ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। জাম্পার বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে হ্যাজলউডের হাতে ধরা পড়ার আগে ৭১ বলে ৮২ রান করেন সাইম। পরে বাবর আজমকে নিয়ে বাকি কাজটা সেরেছেন শফিক।

৯ উইকেট হাতে রেখেই বিশাল জয় পেয়েছে পাকিস্তান। ২০ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন বাবর। শফিক টিকে ছিলেন ৬৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা