প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৬:০৮ পিএম
মোরাতার চোট গুরুতর নয়— সংগৃহীত ছবি
অনুশীলন চলাকালীন গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলভারো মোরাতা। এসি মিলানের স্প্যানিশ ফরোয়ার্ড আগামী শনিবার লিগ ম্যাচে ক্যালিয়ারির সঙ্গে খেলতে পারবেন না। তবে গুরুতর কোনো সমস্যা হয়নি মোরাতার।
গত বৃহস্পতিবার অনুশীলনের এক পর্যায়ে লফিয়ে উঠে এক সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোট পান মোরাতা। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
এসি মিলান জানিয়েছে, অনুশীলনে ধাক্কা লাগার পর আলভারো মোরাতা গুরুতর ক্রেনিয়াল ট্রমায় আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এমআরআই স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। আলভারো এখন ভালো অনুভব করছে। এ ধরনের চোটের ক্ষেত্রে চিকিৎসার ধারা অনুযায়ী আপাতত সে হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল এসি মিলান। সেদিন মাঠে নেমে মোরাতা নিজের সাবেক ক্লাবের বিপক্ষে নিশানাভেদ করেন। স্পেনের ইউরোজয়ী অধিনায়ক অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে চলতি মৌসুমে এসি মিলানে যোগ দেন।